রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনউচ্চশিক্ষার গুণগতমান বাড়াতে সাদার্ন ইউনিভার্সটির কর্মশালা অনুষ্ঠিত

উচ্চশিক্ষার গুণগতমান বাড়াতে সাদার্ন ইউনিভার্সটির কর্মশালা অনুষ্ঠিত

su seminarসাদার্ন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিভাগের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের উদ্যোগে উচ্চশিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘পোস্ট সেল্ফ অ্যাসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি অ্যানহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) আওতায়  সম্প্রতি ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। পিয়ার রিভিউ কার্যক্রমের সফল সমাপ্তির পর আগামীতে ইউনিভার্সিটির শিক্ষা-গবেষণার মানোন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্দেশ্যে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা।

এসময় সাদার্ন ইউনিভার্সটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, কম্পিউটার সায়েন্স বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মো. আবুল মনসুর চৌধুরী, আইকিউএসি’র পরিচালক প্রফেসর এজেএম নুরুদ্দীন চৌধুরী, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন, রেজিস্ট্রার ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হকসহ সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, গবেষণা কাজে সাদার্ন ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে সাদার্ন এর গবেষণা কর্ম নিয়মিত প্রকাশিত হচ্ছে। ৮টি বিভাগ সফলভাবে পিয়ার রিভিউ কার্যক্রম শেষ করেছে এবং বিদেশি বিশেষজ্ঞসহ পিয়ার রিভিউ কমিটির সদস্যরা সাদার্ন ইউনিভার্সিটির কাজে প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে গবেষণার মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করা। শিক্ষার্থীদেরকে যুগোপযোগী শিক্ষার মাধ্যমে প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনে মনোনিবেশ করতে হবে বলেও মত প্রকাশ করেন তিনি।

দিনব্যাপী কর্মশালায় কম্পিউটার সায়েন্স বিভাগের বিভিন্ন পরিকল্পনা ও উদ্দেশ্য সম্পর্কে তথ্যভিত্তিক আলোচনা করেন বিভাগের এসএ কমিটির সদস্যবৃন্দ। তারা পরিকল্পনা বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

সর্বশেষ