রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়হলি আর্টিজান মামলায় ২১ জনের নামে চার্জশিট আদালতে

হলি আর্টিজান মামলায় ২১ জনের নামে চার্জশিট আদালতে

গুলশানের হলি আর্টিজান মামলায় ২১ জনের নামে আদালতে চার্জশিট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ২৩ জুলাই ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, চার্জশিট আদালতে পাঠানো হয়েছে। ২১ জনের মধ্যে আটজন বিভিন্ন অভিযানে ও পাঁচজন হলি আর্টিজানে নিহত হয়েছেন। জীবিত আটজনের মধ্যে ছয়জন কারাগারে এবং দুইজন পলাতক রয়েছেন।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালানো হয়। এতে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে জঙ্গিরা। এর আগে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর গ্রেনেড হামলা চালায় তারা। গ্রেনেড হামলায় ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ নিহত হন। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে। অভিযানে অংশ নেওয়া পাঁচ জঙ্গির সবাই নিহত হন।

আরও পড়ুন

সর্বশেষ