মঙ্গলবার, মে ২১, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়জিএসএসসিপি সাথে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের কর্পোরেট চুক্তি

জিএসএসসিপি সাথে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের কর্পোরেট চুক্তি

IMG-20180603-WA0000বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল (বিএসএইচ) কর্পোরেট চুক্তির আওতায় গ্লোবাল সোসাইটি ফর সাপ্লাই চেইন প্রফেশনাল (জিএসএসসিপি), বাংলাদেশ এর সদস্য ও তাদের পরিবারকে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই এমওইউ এর আওতায় জিএসএসসিপি’কে সব ধরনের প্যাথলজিকাল টেষ্ট, এক্সরে ব্যতীত রেডিওলজি টেষ্ট ও বেড চার্জে বিশেষ রেয়াতি সুবিধা দেবে বিএসএইচ।

গত ২ জুন ঢাকার শ্যামলীস্থ বিএসএইচ কর্পোরেট অফিসে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিএসএইচ এর পরিচালক অপারেশন ডা. আহমেদ জাহিদ হোসেন, মানব সম্পদ বিভাগের প্রধান এম সাজ্জাদ হোসাইন, ব্যবসা উন্নয়ন ও কর্পোরেট বিষয়ের বিভাগের প্রধান এম সামসুল ইসলাম (জিতু) এবং জিএসএসসিপি’র ভাইস প্রেসিডেন্ট সুরজিৎ মুখার্জি, জেনারেল সেক্রেটারি মনিকন্ঠ হাওলাদার ও ট্রেজারার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

ছবিতে এমওইউ স্বাক্ষরের পর গ্লোবাল সোসাইটি ফর সাপ্লাই চেইন প্রফেশনাল (জিএসএসসিপি), বাংলাদেশ এর (বামে) এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল (বিএসএইচ) এর (ডানে) দেখা যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ