শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদটপস্বস্তির বৃষ্টি

স্বস্তির বৃষ্টি

টানা কয়েক দিনের প্রচণ্ড গরমের পর বৃহস্পতিবার রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টি হয়েছে। সকালে রাজধানীতে এক ঘণ্টার বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরে আসে। এ সময় বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকায় এবং দমকা বাতাসও বয়ে যায়। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের কারণে এ বৃষ্টিপাত হয়েছে। এদিকে বৃষ্টিতে পথ চলতে গিয়ে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। তবে এর পরও সবার চোখেমুখে ছিল স্বস্তি। রাজধানীর বাড্ডা, শাহজাদপুর, বসুন্ধরা আবাসিক এলাকাসহ সারা দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সপ্তাহ শেষে বৃষ্টিপাত আরও দু-একদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। বাতাসে আর্দ্রতা বেশি থাকা এবং মেঘ না থাকায় রোদের তীব্রতা ও গরম বেশি অনুভব হয়েছে বলে জানান আবহাওয়াবিদরা।

আরও পড়ুন

সর্বশেষ