রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
প্রচ্ছদটপখালেদা জিয়ার ছয় মাসের জামিন, মুক্তিতে আইনগত বাধা নেই

খালেদা জিয়ার ছয় মাসের জামিন, মুক্তিতে আইনগত বাধা নেই

কুমিল্লায় নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে নড়াইলের মানহানির মামলাটি উত্থাপিত হয়নি মর্মে আদেশ দিয়েছেন আদালত। ২৮ মে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে কুমিল্লার নাশকতার দুই মামলায় জামিন মিললেও নড়াইলের মামলায় জামিন পাননি খালেদা।

২৭ মে কুমিল্লায় নাশকতার দুই মামলা ও নড়াইলের মানহানির মামলার ওপর শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও এ কে এম দাউদুর রহমান মিনা। আর খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

আদেশের পর কুমিল্লার মামলার বিষয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, একটিতে ছয় মাসের জামিন দিয়ে রুল দিয়েছেন, অন্যটিতে ছয় মাসের জামিন দিয়েছেন। নড়াইলের মামলার বিষয়ে তিনি বলেন, ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করেছিলাম। সেখানে ম্যাজিস্ট্রেট আদেশ দেননি। পরে আমরা হাইকোর্টে আবেদন করেছি। এটা জামিনযোগ্য অপরাধ। হাইকোর্টও জামিন দিতে পারে। আদালত বলেছেন, জজকোর্ট ঘুরে আসেন। জজকোর্ট কোনো আদেশ না দিলে আমরা দেখবো। এখন আমরা নড়াইলে যাবো। সেখানে দরখাস্ত করবো। নড়াইলের মামলায় আপনাদের কোনো ভুল আছে কিনা এমন প্রশ্নে খন্দকার মাহবুব বলেন, আমাদের কোনো ভুল নেই। জয়নুল আবেদীন বলেন, নড়াইলের মামলায় ২৫ তারিখ ডেট ছিলো। ওইদিন বন্ধের দিন। তাই কাল (২৭ মে) ছিলো। সেখানে কাল আদেশ দিয়েছে ৩০ তারিখ ডেট রেখেছে। সেটা আমাদের জানায়নি। আমরা সেশন কোর্টে আবেদন করিনি, তাই নট প্রেস করেছেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, অফিসিয়ালি খালেদা জিয়া তিনটি মামলায় অ্যারেস্ট। একটা জিয়া অরফানেজ ট্রাস্ট, আর দুইটায় আজ জামিন হয়েছে। এখন অন্য কোনো মামলায় শ্যোন অ্যারেস্ট নেই। আজকের আদেশের পর খালেদা জিয়ার মুক্তিতে আইনগত বাধা নেই।

আরও পড়ুন

সর্বশেষ