শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদটপযৌনাসক্তি দোষের কিছু নয়

যৌনাসক্তি দোষের কিছু নয়

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

এক মার্কিন গবেষণায় দেখা গেছে, যারা নিজেদের যৌনাসক্ত বলে মনে করেন তারা আসলে ‘উচ্চ লিবিডো’র শিকার। প্রকৃতপক্ষে যৌনাসক্তি বলে কিছু নেই। কাজেই এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই।  ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলস বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গবেষকরা জানান, যৌনাসক্তি মানসিক কোনো সমস্যা নয়। এটি শুধুই দেহের ব্যাপার। বেশ কিছু মানুষের ওপর গবেষণা চালিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেন এসকল গবেষক।

গবেষকরা বলেন, আমাদের পরীক্ষায় অংশ নেওয়া অনেকেই জানান যে তাদের ‘নীল ছবি’তে নেশা আছে। আমরা সেটি পরীক্ষা করে উড়িয়ে দিয়েছি। এজন্য গবেষকরা সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্রেন ফাংশন পরীক্ষা করেন। এই প্রথম কথিত এই রোগীদের ব্রেন ফাংশন পরীক্ষা করা হল বলে জানান গবেষক ও লেখক নিকল প্রোউস। সূত্র: হিন্দুস্তান টাইমস।

আরও পড়ুন

সর্বশেষ