বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতালের শুরুতেই নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেটে তালা লক্ষ্য করা যায়। তবে অফিসের ভেতরে অবস্থান করছেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের বর্তমান মুখপাত্র শামসুজ্জামান দুদুসহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামিমুর রহমান শাহিন, আসাদুর রহমান প্রমুখ।
এদিকে বিএনপি অফিস ঘিরে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা শক্ত অবস্থান নিয়ে আছেন। তবে আগের হরতালের তুলনায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। বিএনপি অফিসের পশ্চিম দিক নাইট এঙ্গেল মোড়, বিজয় নগর, পূর্ব দিকে ফকিরাপুল এলাকা জুড়ে পুলিশ অবস্থান নিয়ে আছে। পাশাপাশি প্রস্তুত রাখা রয়েছে পুলিশের সাঁজোয়া যান এপিসি।
প্রসঙ্গত, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপিসহ ১৮ দল এই হরতালের ডাক দেয়।