রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউপ্রধানমন্ত্রীর পা ধরে মুকুল বোস বললেন নেত্রী আর ভুল হবে না, ক্ষমা...

প্রধানমন্ত্রীর পা ধরে মুকুল বোস বললেন নেত্রী আর ভুল হবে না, ক্ষমা চাই

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দলের দুঃসময়ে পাশে ছিলেন তিনি। ছাত্রলীগকে সাংগঠনিকভাবে গড়ে তুলতে বেশ কয়েকবার শারীরিক নির্যাতনেরও মুখোমুখি হতে হয়েছে তাকে। কারাগারেও যেতে হয়েছে একাধিকবার। কিন্তু এক-এগারোর পর সংস্কারবাদীদের সঙ্গে ওঠাবসার অভিযোগে দলের মূলধারা থেকে ছিটকে পড়েছিলেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস। তবে দীর্ঘদিন মনোকষ্টে কাটানোর পর দলে ভেড়ার জন্য তৎপর হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেছেন মুকুল বোস। এসময় প্রধানমন্ত্রীর পা ধরে তিনি ক্ষমা চেয়েছেন বলে সূত্র জানিয়েছে।
গণভবনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মাস খানেক আগে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করেন মুকুল বোস। দেখা করে তিনি প্রধানমন্ত্রীর পা ধরে নিজের অতীত ভুলের জন্য ক্ষমা চান। ভবিষ্যতে তিনি দলের মতাদর্শের বাইরে গিয়ে কিছু করবেন না বলেও আওয়ামী লীগ সভানেত্রীকে আশ্বস্ত করেন। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।
মুকুল বোসকে পা ধরে মাফ চাইতে দেখে প্রধানমন্ত্রী বলেন, ‘রেহানা দেখ মুকুলও মাফ চায়।’ জবাবে শেখ রেহানা বলেন, ‘তুমি তো বঙ্গবন্ধুর মেয়ে ক্ষমা না করে পারবা?’ এসময় মুকুল বোস প্রধানমন্ত্রীর পা চেপে ধরে বসেছিলেন। পরে প্রধানমন্ত্রী মুকুলকে বলেন, ‘যাহ্। দলের জন্য কাজ কর।’

দলের সভাপতিম-লীর এক সদস্য নাম প্রকাশ না করা শর্তে বলেন, অতীত ভুলে সংস্কারবাদী বলে পরিচিত অনেকেই দলে ফিরতে চাইছেন। তাছাড়া নির্বাচনের আগে দলেরও তাদের প্রয়োজন রয়েছে। তাই সব বিভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। দলের সভাপতিও এটিই চান।’
এ ব্যাপারে জানতে চাইলে মুকুল বোস বলেন, ‘‘আমি রোজার মাসের শেষ দিকে গণভবনে গিয়েছিলাম। নেত্রী আমাকে দেখে বলেছেন, ‘সংস্কারবাদীরা আসছে, আমি তাদের দেখবো। যাও মন দিয়ে দলের জন্য কাজ কর’।’’
একই ভাবে সংস্কারবাদী হিসেবে পরিচিত পটুয়াখালীর সাবেক সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসেনও কদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পা ধরে মাফ চান। প্রধানমন্ত্রী তাকে এলাকায় গিয়ে কাজের নির্দেশ দেন।

আরও পড়ুন

সর্বশেষ