শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগ১ এপ্রিল চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী

১ এপ্রিল চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী

১ এপ্রিল সকালে চাঁদপুর ও হাইমচর সফরে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে প্রধানমন্ত্রী হাইমচরের চরভাঙ্গা গ্রামে বাংলাদেশ স্কাউটের জাতীয় সমাজ উন্নয়ন ক্যাম্প (কমডেকা) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এরপর দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে চাঁদপুর স্টেডিয়াম মাঠে এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভায় সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চাঁদপুর জেলায় সর্বত্র নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে। চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ ড. মো. হাসান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে চাঁদপুরবাসী ধন্য। কারণ তিনি চাঁদপুরের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। আমরা তাকে তার প্রাপ্য সম্মান দিতে প্রস্তুত। জনসভাস্থল থেকে প্রধানমন্ত্রী চাঁদপুর জেলায় ২৩টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ২৪ নতুন কাজের ফলক উন্মোচন করবেন।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, বর্তমান সরকার চাঁদপুরে ব্যাপক উন্নয়ন কাজ করেছে। আরো উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। তার আগমনে জেলার প্রতিটি নেতাকর্মী সার্বক্ষণিক মাঠে থেকে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন

সর্বশেষ