শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদটপশেখ হাসিনার অধীনে সংবিধানের আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে: নাসিম

শেখ হাসিনার অধীনে সংবিধানের আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে: নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে এবং বর্তমান সংবিধানের আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, এর বাইরে কোনো কিছুই বরদাশত করা হবে না। ৩০ মার্চ রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের অডিটোরিয়ামে মহান স্বাধীনতা দিবস এবং রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া সব কিছু হারিয়েছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন,  আগামী নির্বাচন হবে ফাইনাল খেলা। নির্বাচনে রেফারি থাকবে নির্বাচন কমিশন। ফাউল করলেই খালেদা জিয়াকে লাল কার্ড দেখানো হবে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালকে ধুমপান মুক্ত ঘোষণা দিয়ে তিনি বলেন, যেসব শিক্ষক, শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তা ধুমপান করবে তাদের বের করে দেওয়া হবে। আমরা সারাদেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবা খাতকে ধুমপানমুক্ত করতে চাই। তিনি বলেন, কিছুদিনের মধ্যেই ৫ হাজার চিকিৎসক, ৪ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। চিকিৎসকদের গ্রামে ৩ বছর থাকতে হবে। যারা থাকবে না, তাদের বাদ দিয়ে আবারও নিয়োগ দেওয়া হবে। রমেক হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য টিপু মুনশী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার রায়, রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোস্তাফিজার রহমান, বিএমএ’র সহ-সভাপতি ডা. দেলওয়ার হোসেন প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ