শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগটেকনাফে ১৮ লাখ ইয়াবা জব্দ, জড়িত সন্দেহে আটক ১

টেকনাফে ১৮ লাখ ইয়াবা জব্দ, জড়িত সন্দেহে আটক ১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে ১৮ লাখ ২ হাজার ৯৯৬টি ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ১৬ মার্চ ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া এলাকা ও দমদমিয়া বিজিবি চেকপোস্ট থেকে এই ইয়াবা জব্দ করা হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুজ্জামান চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা থেকে ৩টার মধ্যে ওই দুই এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ ইয়াবা জব্দ করা হয়। বিজিবি এ পর্যন্ত ইয়াবার যত চালান জব্দ করেছে, এর মধ্যে এটি সবচেয়ে বড় চালান। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে দুপুর ১২টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরে এ সংবাদ সম্মেলন করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ