রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদটপহাইকোর্ট এলাকা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার

হাইকোর্ট এলাকা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার

দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় ঘিরে নগরের নিরাপত্তার সার্বিক খোঁজ খবর নিতে হাইকোর্ট এলাকা পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। ০৮ ফেব্রুয়ারি সকাল ৮টা ২০ মিনিটে হাইকোর্টের কদমফোয়ারা এলাকা পরিদর্শনে আসেন তিনি। এ সময় তিনি বলেন, ঢাকায় নিরাপত্তার কোনো ঘাটতি নেই, কারো কোনো ধরনের শঙ্কার কারণ নেই। নগরজুড়ে পুলিশ সদস্যরা পূর্ণ প্রস্তুত রয়েছে। নগরবাসীকে কোনধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনারা স্বাভাবিকভাবে আপনাদের কাজকর্ম করুন। যদি কেউ কোনো ধরনের অপতৎরতা চালানোর চেষ্টা করে কঠোর হাতে দমন করা হবে। আমাদের পুলিশের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, নো টেনশন, জাস্ট রিলাক্স। ভয়ের বা আতংকের কোনো কারণ নেই। সবখানেই প্রচুর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে। কোনো শংকা নেই। কাউকে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। জাস্ট রিলাক্স অ্যান্ড এনজয় দিস সিচুয়েশন।

আরও পড়ুন

সর্বশেষ