শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ : মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ : মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বুধবার প্রকাশিত তালিকা অনুযায়ী, এবার মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। আইন অনুযায়ী, ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যে গত বছরের ২৫ জুলাই থেকে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ শুরু করে নির্বাচন কমিশন।

এর আগে ২০০৮ সালে প্রথম ছবিসহ ভোটার তালিকায় নারী-পুরুষ ভোটের অনুপাত সমান ছিল। কিন্তু বিগত কয়েক বছর ধরে নারী ভোটারের সংখ্যা কমতে থাকে। কমিশন তাই নারী ভোটারদের তথ্য সংগ্রহে বিশেষ উদ্যোগ নেয়। ২০১৭ সালে যেখানে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার কম ছিল ৯ লাখ ৭২ হাজার। এবছর সেই ব্যবধান প্রায় ১ লাখ কমেছে বলে আগেই জানিয়েছিলো নির্বাচন কমিশন।

আরও পড়ুন

সর্বশেষ