সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েসাবেক এমপি জয়নাল আবেদীন আর নেই

সাবেক এমপি জয়নাল আবেদীন আর নেই

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে টানা চারবারের সাবেক সাংসদ জয়নাল আবেদীন সরকার (৭০) আর নেই। বুধবার ভোরে ঢাকার কিডনি ফাউন্ডেশনে চিকিৎসাধীন তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি … রাজিউন)। জয়নাল আবেদীন সরকার হাতীবান্ধা উপজেলা সদরের বাসিন্দা। সংসার জীবনে দুই ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন।

জয়নাল আবেদীন সরকারের ছোট ছেলে সাহাদাৎ ফেরদৌস বলেন, বাবা দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন । কিছু দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার কিডনি ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান। বৃহস্পতিবার দুপুর ২টায় হাতীবান্ধা এসএস মডেল হাইস্কুল মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

১৯৮৬  সালের জাতীয় সংসদ নিবার্চনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন জয়নাল আবেদীন সরকার। এরপর তিনি জাতীয় পার্টিতে যোগ দেন । ১৯৮৮,১৯৯১ ও ১৯৯৬ সালের নিবার্চনেও তিনি জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন। সেই সুবিধার্থে টানা চারবারের এপি হিসেবে তিনি এলাকার ভাগ্যোন্নয়নে কাজ করেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন । তবে ২০০৮ সালের নির্বাচনে মহাজোট থেকে মনোয়ন বঞ্চিত হওয়ার পর ২০১০ সালের দিকে বিএনপিতে যোগ দেন জয়নাল আবেদীন সরকার। এর পর লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ