শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ, এমডি তিন মাসের ছুটিতে

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ, এমডি তিন মাসের ছুটিতে

প্রবাসীদের মালিকানায় প্রতিষ্ঠিত নতুন প্রজন্মের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের পরিচালনা পর্ষদ ঢেলে সাজানো হয়েছে। পদত্যাগ করেছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতাকালীন চেয়ারম্যান ফরাসত আলী। এ পদে দায়িত্ব পেয়েছেন তমাল এস এম পারভেজ। এছাড়াও ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব কমিটি নতুনভাবে গঠন করা হয়েছে।

রোববার রাতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক জরুরি পর্ষদ সভায় এসব পরিবর্তন আনা হয়।। ওই সভাতে পদত্যাগ করা পর্ষদ ও নতুন পর্ষদের বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন। নতুন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদেও পরিবর্তন আনা হয়েছে। ভাইস চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মনজুরুল ইসলাম, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান নুরুন নবী ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সৈয়দ মুনসেফ আলীকেও সরিয়ে দেওয়া হয়েছে। এমডি দেওয়ান মুজিবর রহমানকে তিন মাসের ছুটিতে পাঠানো হয়েছে। এ পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমডি কাজী মো. তালহাকে। এদিকে ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংককে অবহিত করবে নতুন পর্ষদ। এ জন্য সোমবার সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ