বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদআরো খবর......সূচিতে পরিবর্তন, ঢাবির ভর্তি পরীক্ষা নভেম্বরে

সূচিতে পরিবর্তন, ঢাবির ভর্তি পরীক্ষা নভেম্বরে

স্টাফরিপোর্টার🙁বিডিসময়২৪ডটকম)

ঢাকা বিশ্ববিদ্যালয়েরে ভর্তি পরীক্ষার সূচি ঘোষণার ছয় ঘন্টার মধ্যে তা পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১ নভেম্বর। আর ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে ১২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক আশরাফ আলী খান জানান, আজ বৃহস্পতিবার ডিনস কমিটির সভায় সিদ্ধান্ত হয়, ১১ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে। সে অনুযায়ী একটি সূচিও প্রকাশ করা হয়।
কিন্তু দুর্গা পূজা ও কোরবানীর ঈদ কাছাকাছি সময় পড়ে যায় বলে নতুন সূচি ঘোষণা করা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, ১ নভেম্বর শুক্রবার ‘ঘ’ ইউনিট, ৮ নভেম্বর শুক্রবার ‘খ’ ইউনিট, ১৫ নভেম্বর শুক্রবার ‘গ’, ২২ নভেম্বর শুক্রবার ‘ক’ ইউনিট এবং ২৩ নভেম্বর শনিবার ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্র্থীরা আগামী ১২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শিগগিরই সংবাদ সম্মেলন করে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
গত বছর এই পাঁচ ইউনিট মিলিয়ে মোট ৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান।

আরও পড়ুন

সর্বশেষ