মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রচ্ছদটপআশুগঞ্জ সার কারখানায় ৩০ নভেম্বরের মধ্যে গ্যাস সংযোগ না দেওয়া হলে অবরোধের...

আশুগঞ্জ সার কারখানায় ৩০ নভেম্বরের মধ্যে গ্যাস সংযোগ না দেওয়া হলে অবরোধের হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ৩০ নভেম্বরের মধ্যে গ্যাস সংযোগ না দেওয়া হলে সড়কপথ ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন কারখানার সিবিএ নেতারা। রোববার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কারখানার প্রধান ফটকে বিক্ষোভে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় বিক্ষোভে অংশ নেন কারখানার শ্রমিক-কর্মচারীরা। চলতি বছরের ৩ এপ্রিল সরকারের নির্দেশে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এর পর থেকে কারখানাটিতে গ্যাস সংকটের কারণে সার উৎপাদন বন্ধ রয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিক-কর্মচারীরা। বিক্ষোভ মিছিলটি কারখানার প্রধান ফটক থেকে শুরু করে বিভিন্ন দপ্তর ঘুরে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সার কারখানা সিবিএর সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন বলেন, ৩০ নভেম্বরের মধ্যে কারখানায় গ্যাস সংযোগ দিতে হবে। না হলে আশুগঞ্জ উপজেলার সর্বস্তরের সামাজিক-রাজনৈতিক মানুষকে সঙ্গে নিয়ে কারখানা থেকে সার সরবরাহ বন্ধসহ সড়কপথ ও রেলপথ অবরোধ করা হবে। এ সময় সিবিএর সভাপতি মো. বাবুল মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিবিএর সহসভাপতি সাইফুদ্দিন ফারুকী, হাজি তৈমুর রহমান, সিবিএ নেতা গোলাম মোস্তফা কামরুল, সরকার আমিনুল হক প্রমুখ। এদিকে দুই ঘণ্টাব্যাপী কারখানার প্রধান গেট বন্ধ রেখে সমাবেশ করায় কারখানা থেকে সাত জেলায় সার সরবরাহ বন্ধ ছিল।

আরও পড়ুন

সর্বশেষ