রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নানের মায়ের মৃত্যু

ইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নানের মায়ের মৃত্যু

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আব্দুল মান্নানের মা ছালেমা খাতুন মারা গেছেন।  ইন্না ইলাহি……..রাজিউন। ২২ নভেম্বর দিবাগত রাত আড়াইটায় চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।  দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগে ৯৩ বছর বয়সে তাঁর জীবনাবসান হয়েছে।নগরীর কাজির দেউড়ি দুই নম্বর গলির বাসিন্দা প্রয়াত আব্দুস সালামের স্ত্রী ছালেমা খাতুন।  তাঁর চার ছেলে ও তিন মেয়ে।

১৯৭৪ সালে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর ছালেমা খাতুন সংসারের ভার কাঁধে নিয়ে সন্তানদের শিক্ষিত করেন,  এই তথ্য দিয়েছেন প্রয়াতের ছোট সন্তান এবং সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ছড়াকার আব্দুল আলীম (আলেক্স আলীম)। ছালেমা খাতুনের চার ছেলের মধ্যে দ্বিতীয় ছেলে আব্দুল হান্নান ব্যবসায়ী।  তৃতীয় ছেলে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন বর্তমানে ইসলামী ব্যাংকের নির্বাহী পরিচালক। তিন মেয়ে গৃহিণী।  সাংবাদিক সুমি খান প্রয়াতের পুত্রবধূ।

আলেক্স আলীম জানিয়েছেন, বৃহস্পতিবার বাদ আসর নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে প্রয়াতের জানাজা হবে।  এরপর কাজির দেউড়িতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ