শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিশেষ অবদানের জন্য লায়ন রফিক আহমেদ সুফিয়া কামাল সম্মাননায় ভূষিত

বিশেষ অবদানের জন্য লায়ন রফিক আহমেদ সুফিয়া কামাল সম্মাননায় ভূষিত

Ln.-Alhaz-Rafique-Ahmed-Recসমাজসেবা, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশের অন্যতম শ্রেষ্ট বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা মমতার প্রধান নির্বাহী প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন আলহাজ্ব রফিক আহমেদ এমজেএফ কবি বেগম সুফিয়া কামাল সম্মাননা ২০১৭’তে  ভূষিত হয়েছেন। বঙ্গবন্ধু একাডেমী চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে চটগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে দেশবরেণ্য বুদ্ধিজীবী,কবি বেগম সুফিয়া কামাল এর ১৮তম মৃত্যুবার্ষিকীতে স্মরন সভা ও সম্মাননা অনুষ্ঠানে এ সম্মাননা পদক প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি বীর মুক্তিযোদ্ধা ড. এসএম মনির-উজ-জামান বিপিএম,পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি বেগম সুফিয়া কামাল সম্মাননা – ২০১৭  ক্রেষ্ট ও সম্মাননা সনদপত্র প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আনওয়ারুল আজিম আরিফ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কবি নাজিম উদ্দিন শ্যামল ,আবদুল লতিফ টিপু ও ড.মুহাম্মদ সানাউল্লাহ  । এতে আরো সমাজের শীর্ষ স্থানীয় স্বনামধন্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন । উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বেগম সুফিয়া কামাল সম্মাননা – ২০১৭ প্রদান করা হয়। আর্থ সামাজিক উন্নয়ন, সমাজসেবা,শিক্ষা ও স্বাস্থ্য সেবায় সূদীর্ঘ ৩৪  বছর পদচারণায় ব্যতিক্রম ধর্মী কৃতিত্ব এবং বিশেষ অবদানের জন্য  চট্টগ্রাম তথা বাংলাদেশের এনজিও সেক্টরের আইকন ব্যক্তিত্ব লায়ন আলহাজ্ব রফিক আহমদ কবি বেগম সুফিয়া কামাল ২০১৭ এ ভূষিত হন। তাহার সুনিপুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের একমাত্র বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন মমতা  শ্রেষ্ট সংগঠন হিসেবে ১০ বার জাতীয় পুরস্কার অর্জন করে । উল্লেখ্য সমাজ সেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ লায়ন আলহাজ্ব রফিক আহমেদ ১৯৯১ সালে সমাজ কল্যান পরিষদ প্রদত্ত শ্রেষ্ঠ সমাজ সেবক হিসেবে স্বর্ন পদক অর্জনের বিরল কৃতিত্ত্বের অধিকারী। ২০০২ সালে তিনি সমাজ সেবা অধিদপ্তর তাঁকে শ্রেষ্ঠ সমাজসেবা পদকে ভূষিত করেন। সমাজ সেবক হিসেবে তিনি ইউনোস্কো পুরষ্কার ও লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল  কর্তৃক ২০১৫ সালে স্বর্ণপদকে ভূষিত হন। উল্লেখ্য যে, আলহাজ্ব রফিক আহমেদ ইতিপূর্বে সমাজসেবা এবং এনজিও সেক্টরে অসামান্য অবদানের জন্য কাজী নজরুল ইসলাম সম্মাননা ২০১৭, শেরে বাংলা স্মৃতি পদক ২০১৭ , বাংলা রিপোর্ট পদক ২০১৬,মহাত্মা গান্ধী শান্তি পদক ২০১৫, বাংলারডাক বিজনেজ পদক ২০১৫, নজরুল পদক ২০১৫, ফিদেল কাস্ত্রো এ্যাওয়ার্ড – ২০১৭ ,মাদার তেরেসা গোল্ড মেডেল ২০১৭ সহ বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন। মমতার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান নির্বাহী  আলহাজ্ব রফিক আহমেদ কবি বেগম সুফিয়া কামাল সম্মাননা – ২০১৭ তে ভূষিত হওয়ায় মমতার সকল কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করা হয় ।

আরও পড়ুন

সর্বশেষ