শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদরাজনীতিসর্বজনগ্রহনযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন : মুসলিম লীগ

সর্বজনগ্রহনযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন : মুসলিম লীগ

হিংসা, প্রতিশোধ নয়, মহানুভবতার অনুপম আদর্শে অনুপ্রানিত হয়ে এম.এ. সালাম আজীবন আর্তমানবতার সেবায় নিজেকে সমর্পন করেছিলেন। বাংলাদেশ মুসলিম লীগের সাবে সভাপতি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিশোধের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি, অনেক শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান গড়োয় এম.এ. সালামের ছিল অপরিসীম অবদান। তাই তিনি আজও চট্টগ্রামের মানুষের কাছে স্মারনীয় হয়ে আছেন। আলহাজ্ব এম.এ. সালামের ১৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় মুসলিম লীগে নেতৃবৃন্দ পরম শ্রদ্ধায় তাকে স্মরন করে এসব কথা বলেন।

আলহাজ্ব এম.এ. সালামের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয ১১৬/২, নয়াপল্টনের এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান বক্তা ছিলেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন স্ট্যান্ডিং কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, অতিরিক্ত মাহসচিব আকবর হোসেন পাঠান, প্রচার সম্পাদক শেখ এ সবুর, কোষাধক্ষ্য শহুদুল হক ভূইয়া, দপ্তর সম্পাদক খন্দকার জিল্লুর রহমান, কেন্দ্রীয় নেতা এস.এস খান আসাদ, মোঃ হাবিবুর রহমান, ছাত্রনেতা সাইফুল ইসলাম প্রমুখ।

প্রধান বক্তা কাজী আবুল খায়ের সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকে অধিকতর দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আল-আমীন এর দরবাদের মোনাজাত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ