সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদটপথাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাকের ৫ বছরের কারাদণ্ডাদেশ

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাকের ৫ বছরের কারাদণ্ডাদেশ

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে চাল দুর্নীতির মামলায় পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বুধবার বেলা ১১টায় সুপ্রিমকোর্টের বিচারপতিরা রায় পড়া শুরু করেন। তবে রায়ের আদেশের অংশ আগভাগেই ফাঁস হয়ে যায়। চাল ক্রয় প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার ভর্তুকি দিয়ে সরকারি অর্থ অপচয় করার অভিযোগে ইংলাকের বিরুদ্ধে ২০১৫ সালের মার্চে এ মামলা হয়েছিল। এ মামলায় গত ২৫ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু এ দিন অসুস্থতার কারণে আদালতে হাজির হননি তিনি। এর পর ২৭ সেপ্টেম্বর রায়ের নতুন দিন ধার্য করেন আদালত। এদিকে আদালতে হাজির না হওয়ার জন্য ইংলাকের আইনজীবীরা তার অসুস্থতার দাবি করলেও পরে জানা যায়, ২৪ আগস্ট তিনি দেশ ছেড়ে গোপন স্থানে চলে যান।

২০১১ সালের সাধারণ নির্বাচনে ক্ষমতায় আসেন ইংলাক সিনাওয়াত্রা। তিনি চালে ভর্তুকির যে প্রকল্পটি নিয়েছিলেন, তাতে সমর্থন ছিল বিপুলসংখ্যক কৃষকের। তবে সেনাশাসিত সরকারের দাবি, এই প্রকল্পে কোটি কোটি ডলার দুর্নীতি হয়েছে। ২০১৪ সালে থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ইংলাক ।

আরও পড়ুন

সর্বশেষ