রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়৫ টাকার টিকেট কেটে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

৫ টাকার টিকেট কেটে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৮ টার দিকে গাজিপুরের কাশিমপুরে অবস্থিত ওই হাসপাতালে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করা হয় প্রধানমন্ত্রী বোন শেখ রেহানার।

আজ সকাল ৮ টায় সাধারণ একজন রোগীর মতো ৫ টাকা করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের টিকেট কাটেন শেখ হাসিনা ও শেখ রেহানা। প্রধানমন্ত্রী নিজেই হাসপাতালের কাউন্টারে গিয়ে নিবন্ধন করেন ও চেকআপের ফি দেন। পরে হাসপাতালে তাঁদের চোখ, কান সহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে সকাল সাড়ে ৯ টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের কনসালটেন্টদের সঙ্গে আলোচনায় বসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজধানীর অদূরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং চিকিৎসা সেবা নেন। দেশের স্বাস্থ্যসেবা নেওয়ার এই নজির মানুষকে দেশেই স্বাস্থ্যসেবা নেওয়ার বিষয়ে উৎসাহিত করবে বলে আশা করেন তিনি।

সামান্য অসুখেই অনেকে বিদেশে ছোটেন। চিকিৎসার জন্য প্রতিবছর অনেকেই ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে যান। অনেক রাজনৈতিক দলের নেতাদেরও বিদেশে চিকিৎসা নিতে যেতে দেখা যায় নিয়মিত। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা অপব্যয় হয়। দেশের স্বাস্থ্যসেবা সেবাই এখন বিশ্বমানের তাই স্বাস্থ্য পরীক্ষা ও ছোট খাট চিকিৎসার অনেকের বিদেশে ছোটার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন দেশের স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা।

২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশীয় প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের যাত্রা শুরু হয়। বেগম ফজিলাতুন্নেসা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা।

আরও পড়ুন

সর্বশেষ