শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়বান কি মুনকে খালেদা জিয়া: বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাব না

বান কি মুনকে খালেদা জিয়া: বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাব না

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপি বর্তমান আওয়ামী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে যাবে না বলে জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সাফ জানিয়ে দিয়েছেন দলটির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।

তবে বিএনপি নির্বাচনে অংশ নিতে এবং সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলেও জানান তিনি। এছাড়া উদ্ভূত সঙ্কট নিরসনে সংলাপের জন্য বিএনপি সব সময় প্রস্তুত রয়েছে বলেও জাতিসংঘের মহাসচিবকে জানান বেগম জিয়া।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন ফোন করলে তাকে এসব কথা বলেছেন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই খালেদা জিয়াকেও ফোন করলেন বান কি মুন।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টা থেকে সোয়া ৭টা পর্যন্ত মোট আধা ঘন্টা জাতিসংঘের মহাসচিব বান কি মুন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ফোনে কথা বলেন। বিএনপি প্রধানের সঙ্গে দেশের সার্বিক রাজনৈতিক ও আগামী নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেন বান কি মুন।

রাতে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ সম্পর্কে বিস্তারিত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, ‘বান কি মুন খালেদা জিয়াকে বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতিসংঘ এ পরিস্থিতিতে উদ্বিগ্ন। কারণ, জাতিসংঘ দেশে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এ লক্ষ্যে তিনি সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ চান।’

জবাবে খালেদা জিয়া জাতিসংঘের মহাসচিবকে জানিয়েছেন, ‘উদ্ভূত সঙ্কট সমাধানে সংলাপ কিংবা আলোচনার বিকল্প নেই। বিএনপি যে কোনো ধরনের সংলাপ ও আলোচনার জন্য সব সময় প্রস্তত। কিন্তু সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিরোধীদলীয় নেতা বান কি মুনকে আরো বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। একইসঙ্গে একটি শক্তিশালী নির্বাচন কমিশনও জরুরি।’

এর আগে সকাল এগারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তার সঙ্গেও আধা ঘণ্টা কথা বলেন বান কি মুন। সে সময় আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সংবিধানের আলোকেই হবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছেন, ‘তবে আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দল যদি সুনির্দিষ্ট প্রস্তাব আনে বা আলোচনা করতে চায়, তবে তাকে স্বাগত জানাবে তার সরকার।’

প্রধানমন্ত্রী বান কি মুনকে আরো বলেন, ‘তার সরকার ও দল  আলোচনা ও সংলাপের বিরোধী নয়। বিরোধী দল চাইলে জাতীয় সংসদেও সেটি হতে পারে।’

আরও পড়ুন

সর্বশেষ