রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদটপপদ্মায় ট্রলারডুবি, তিনজন নিখোঁজ

পদ্মায় ট্রলারডুবি, তিনজন নিখোঁজ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠী এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সকালে ট্রলারডুবির ঘটনাটি ঘটে। নড়িয়া থানার পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে নড়িয়ার মুলফুদগঞ্জ মজিদ শাহর মাজারের ১৪ জন ভক্ত নিয়ে সাধুর বাজার থেকে একটি ট্রলার জাজিরার উদ্দেশে রওনা দেয়। উপজেলার ঈশ্বরকাঠি এলাকায় এলে পদ্মা নদীর স্রোতে ট্রলারটি ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ১১ জন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হয়। আর তিনজন যাত্রী পানির নিচে তলিয়ে যায়। নিখোঁজ তিনজন হলো শিরিয়া বেগম (৬০), রুমান হাওলাদার (১৫) ও আয়শা আক্তার (৩)। তারা জাজিরা উজেলার বড়কান্দি ইউনিয়নের বাসিন্দা।স্বজনেরা পদ্মার পাড়ে তাদের খুঁজে বেড়াচ্ছেন। খবর পেয়ে নড়িয়া ও জাজিরা থানার পুলিশ পদ্মার পাড়ে এসে নিখোঁজদের সন্ধান চালাচ্ছে। নিখোঁজ রোমানের বড় ভাই লিটন খালাশী (৩৫) বলেন, ‘ওই ট্রলারে আমার ছোট ভাই রোমান ছিল। এখন তাকে খুঁজে পাচ্ছি না। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘ট্রলারডুবির ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে। তারা সাবাই জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের বাসিন্দা। আমরা ট্রলার দিয়ে পদ্মা নদীর বিভিন্ন জায়গায় তাদের খোঁজ করছি। এখনো তাদের কোনো  সন্ধান পাওয়া যায়নি।’

আরও পড়ুন

সর্বশেষ