সমকামী বিয়ের আইনগত অনুমতি প্রদানের প্রতিবাদে প্যারিসের রাস্তায় নেমে এসেছেন হাজারও মানুষ। পুলিশের হিসাব অনুযায়ী দেড় লক্ষাধিক মানুষ শহরের কেন্দ্রে মিলিত হয়ে মিছিলে যোগদান করেন। তবে আয়োজকদের হিসাবমতে দশ লাখ লোক সমবেত হয়েছিলেন এই বিক্ষোভে।
মিছিল শেষ হওয়ার পরপরই বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় একশ’জনকে আটক করা হয়েছে। রাস্তা আটকে দেয়ায় শনিবারও অর্ধশত ব্যক্তিকে আটক করে ফ্রান্সের পুলিশ।
মাসব্যাপী বিতর্কের পর গত সপ্তাহের প্রথম দিকে প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ সমকামী বিয়ের অনুমতি প্রদানে এক বিলে স্বাক্ষর করেন। ফলে ফ্রান্সে সমকামী বিয়ে আইনগত বৈধতা পেয়ে যায়। ফ্রান্স বিশ্বের ১৪তম দেশ যারা সমকামী বিয়ের অনুমতি দিয়েছে। ফ্রান্সের সাধারণ জনগণের মধ্যে এই আইনকে কেন্দ্র করে বিভক্তি দেখা দিয়েছে। গত মঙ্গলবারে এই আইন ইস্যুতে বিরোধীদের একজন আত্মহত্যা করলে বিতর্ক আর বিক্ষোভ আরও তুঙ্গে ওঠে যায়