সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগনিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু

নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই মাছ ধরা শুরু হয়। কার্পজাতীয় মাছের বংশবৃদ্ধি, অবমুক্ত করা পোনার সুষ্ঠু বৃদ্ধি ও  মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। প্রতিবছরের মতো এবারও ২ মে মধ্যরাত থেকে মাছ শিকার বন্ধ করা হয়। দীর্ঘ তিন মাস পর ৩১ জুলাই দিবাগত রাত তথা ১ আগস্ট থেকে আবার মাছ আহরণের জন্য উন্মুক্ত হয় হ্রদটি। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি কার্যালয় সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও পাঁচটি অভয়াশ্রমে কোনো ধরনের মাছ শিকার করা যাবে না। এ পাঁচটি অভয়াশ্রম হলো—ফিশারিঘাটের সম্মুখে হ্রদাংশের দুই বর্গকিলোমিটার, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সংলগ্ন দুই বর্গকিলোমিটার, জেলা প্রশাসকের (ডিসি) বাংলোসংলগ্ন ১২ বর্গকিলোমিটার, রাঙামাটি বনবিহার এলাকাসংলগ্ন ৫৩ দশমিক ৫০ একর এলাকা এবং নানিয়ার উপজেলার ছয়কুড়ি বিলের ২০০ একর।

বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘এ বছর জাকগুলো (ফাদ পেতে মাছ চাষের বিশেষ পদ্ধতি) ধ্বংস করা গেছে। সে কারণে প্রচুর মা মাছ পোনা ছাড়তে পেরেছে। বিশেষ করে যারা অবৈধভাবে মাছ শিকার করেছিল, তাদের দ্রুত সময়ে আইনের আওতায় আনার কারণে কিছুটা অবৈধভাবে মাছ শিকার বন্ধ হয়েছে বলে আমরা মনে করি।’

আরও পড়ুন

সর্বশেষ