শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
প্রচ্ছদটপকেরানীগঞ্জের ল্যাংড়া আমির ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কেরানীগঞ্জের ল্যাংড়া আমির ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কেরানীগঞ্জের শিশু পরাগ অপহরণ মামলার প্রধান আসামি মোক্তার হোসেন ওরফে ল্যাংড়া আমির ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনের কাছে দাবি করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।  মঙ্গলবার সকালে ওসি জানান, মোক্তার হোসেন ওরফে ল্যাংড়া আমিরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। পুলিশ অনেক দিন ধরেই তাঁকে ধরার চেষ্টা করে আসছিল। তাঁর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে। সেখানেই লাশের ময়নাতদন্ত হবে। এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার বেলা ১১টায় ব্রিফ করবেন বলে জানান ওসি। পুলিশ জানায়, এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে আমির পরিচিত। অনেক আগে থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজির সঙ্গে জড়িত হলেও আমির প্রথম ব্যাপকভাবে আলোচনায় আসেন ২০১২ সালের নভেম্বরে। ১১ নভেম্বর সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যার পশ্চিমপাড়ায় গুলি করে শিশু পরাগ মণ্ডলকে অপহরণ করেন আমির। পরে পরাগকে পুলিশ উদ্ধার করে।

এ ঘটনা তখন সারা দেশে আলোচনার জন্ম দেয়। এর ১২ দিনের মাথায় ২০১২ সালের ২৩ নভেম্বর টঙ্গীতে বন্দুকযুদ্ধে আমির গুরুতর আহত হন। এর পর থেকে তিনি জেলে ছিলেন। ২০১৬ সালের ১১ আগস্ট ঢাকার আদালত থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান আমির। এর পর থেকে আরো ভয়াবহ হয়ে ওঠেন এই দাগি আসামি।

আরও পড়ুন

সর্বশেষ