শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদটপলালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি গরু চোরাকারবারি নিহত হয়েছেন। এসময় আহত হন দুইজন। ৬ জুলাই ভোররাতে হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জলাপাইগুড়ি ফালাকাটা-১০০ বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের গুলিতে অজ্ঞাত গরু চোরাকারবারি নিহত হন। অপর দুইজন চোরাকারবারীর মধ্যে একজনকে গরুসহ ও অপরজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে বিএসএফ। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোরশেদ বলেন, ‘নিহত ব্যক্তি সীমান্তে গরু চোরাচালানের কাজে জড়িত ছিলেন। তবে নিহত ব্যক্তির এখনও নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, ‘বিএসএফকে কড়া প্রতিবাদ পাঠিয়ে এ ঘটনায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ