শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদটপমিশরে নিহতের সংখ্যা ৬২৩

মিশরে নিহতের সংখ্যা ৬২৩

ইন্টারন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

মিশরে সেনা অভিযানে মুসলিম ব্রাদার হুডের সমর্থকদের মৃতের সংখ্যা বেড়ে ছয় শতাধিকে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত বুধবার নিরাপত্তা বাহিনীর অভিযানে ৬২৩ মুরসি-সমর্থক নিহত হয়েছেন। অবশ্য, ব্রাদারহুডের দাবি—নিহতের সংখ্যা দুই হাজারেরও বেশি। প্রাণহানির ঘটনায় দেশটিতে ফের বিক্ষোভ-সহিংসতা শুরু হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।

ভয়াবহ এ সহিংসতার পর রাজধানীসহ অন্য ১০টি প্রদেশে জারি হওয়া জরুরি অবস্থা এবং সকাল-সন্ধ্যা কারফিউয়ে কিছুটা শান্ত অবস্থা ফিরে এলেও পরিস্থিতি আবার উত্তপ্ত হচ্ছে। নিহতদের দাফন-কাফন ঘিরে আগামী দিনগুলোতে আরো সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এ দিকে, ব্যাপক প্রাণহানির প্রতিবাদে অনুসারীদের বিক্ষোভে নামার ডাক দিয়েছে ব্রাদার হুড।

উল্লেখ্য, মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বুধবারের অভিযানে তৃতীয় দফায় গণহারে হত্যাযজ্ঞ চলেছে দেশটিতে। এ দিকে, রক্তক্ষয়ী এ অভিযানে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। এরই মধ্যে জাতিসংঘ, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ইরান তীব্র নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ