সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদজাতীয়গণভবনের সামনে গুলিতে পুলিশ নিহত

গণভবনের সামনে গুলিতে পুলিশ নিহত

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে গুলিতে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) এক সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম আতিকুর রহমান (২৮)। তিনি তখন দায়িত্বে ছিলেন। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে আতিকুরকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন জেসমিন নাহার। চিকিৎসক বলেন, ‘নিহত পুলিশের বুকের ডান পাশে গুলি রয়েছে।’

শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বলেন, ‘এসপিবিএন কর্তৃপক্ষ জানিয়েছে, আতিকুর গণভবনের উত্তর পাশের গেট সংলগ্ন মসজিদের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় নিজের গুলি তাঁর ডান বুকে লেগে থাকতে পারে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, আতিকুর রহমানকে গুলিবিদ্ধ অবস্থা এসপিবিএন সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। তাঁরা জানান, আতিকুর সে সময় দায়িত্বরত অবস্থায় ছিলেন। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তা জানাতে পারেননি তাঁরা।

আরও পড়ুন

সর্বশেষ