রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগপাহাড়ের অস্তিত্ব ধরে রাখতে বনাঞ্চল সংরক্ষণ করতে হবে

পাহাড়ের অস্তিত্ব ধরে রাখতে বনাঞ্চল সংরক্ষণ করতে হবে

পাহাড়ের অস্তিত্ব ধরে রাখতে সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণ করতে হবে বলে মন্তব্য করেছেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। তিনি বলেন, কালের পরিবর্তন ও জনসচেনতার অভাবে বনাঞ্চলে বিরাট প্রভাব পড়ছে। বর্তমানে পার্বত্যাঞ্চলের বনাঞ্চলে সে শত বছরের বৃক্ষ আর দেখা যায় না। এতে যেমন একদিকে পরিবেশ বিনষ্ট হচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে মারাত্মক বিপর্যয় ঘটছে। তাই বনাঞ্চল উন্নয়ন করতে হলে  মানুষের মধ্যে পরিবর্তন আনতে হবে। একই সাথে প্রত্যন্ত অঞ্চলে গ্রামীন বনায়নের প্রতিও নজড় বাড়াতে হবে। তাই পাহাড়ি গ্রামের হেডম্যান-কার্বারীদেরও এ জনসচেতনতায় সম্পৃক্ত করার আহবান জানান তিনি। আজ সকাল ১০টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের মিলানায়তনে পার্বত্য চট্টগ্রাম বিদ্যমান সক্রিয় গ্রামীণ সাধারণ বন (ভিসিএফ) সমূহের উদ্যোগে আয়োজিত পার্বত্য ভিসিএফ সম্মেলন উদ্বোধনকালে বৃণকেতু চাকমা এসব কথা বলেন।

এ সম্মেলনে বান্দরবানের আলীকদম ২৮৭নং তৈন মৗজার হেডম্যান মংক্যনু মার্মার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, ইউএনডিপি কর্মকর্তা বিল্পব চাকমা, টংগ্যা’র নির্বাহী পরিচালক বিল্পব চাকমা প্রমুখ। এ আগে অতিথিরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গণে বিভিন্ন ফলদ ও বনজ চারা রোপন করেন পার্বত্য চট্টগ্রাম বিদ্যমান সক্রিয় গ্রামীণ সাধারণ বন (ভিসিএফ) সম্মেলন সূচনা করেন । এ সম্মেলনে তিন পার্বত্য জেলার প্রায় দেড় শতাধিক ভিসিএফ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ