মঙ্গলবার, মে ২১, ২০২৪
প্রচ্ছদটপ১৫৬টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৫৬টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

দেশের ১৫৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ১৬ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। যেসব ইউপিতে ভোট হয়েছে সেগুলোর মধ্যে ২৫টিতে সাধারণ নির্বাচন, ৮৯টিতে উপ-নির্বাচন ও ১২টিতে পুনঃভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ১৭৪টি ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। কিন্তু রোববার ১৫৬টি ইউপিতে ভোটগ্রহণ করা গেছে। আইনি জটিলতা থাকায় বাকিগুলোতে ভোট নেওয়া যায়নি।

কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসি’র অধীনে এটিই প্রথম ইউপি নির্বাচন। নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, এপিবিএন ও আনসারের সমন্বয়ে গঠিত ১৭৬টি মোবাইল টিম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯০ প্লাটুন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৯০টি টিম এবং উপকূলীয় ইউপিগুলোতে আট প্লাটুন কোস্টগার্ড মাঠে ছিল। কয়েকটি ইউপিতে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছেন কয়েকজন সদস্য পদপ্রার্থী। শুধুমাত্র মাদারীপুর ও বরগুনার দু’টি কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বেলা ১২টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউপি নির্বাচনে চরআলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এজন্য প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। তবে এতে কেউ হতাহত হননি। এছাড়া বেলা ১১টার দিকে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউপি নির্বাচনে পঁচাকোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষ হয়েছে। দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের এ সংঘর্ষে আহত হয়েছেন ছয়জন। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

সর্বশেষ