শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়বাংলাদেশকে একাধিক ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব হাঙ্গেরির

বাংলাদেশকে একাধিক ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব হাঙ্গেরির

বাংলাদেশে চিকিৎসা, প্রযুক্তি ও কৃষিবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নতুন বৃত্তি কর্মসূচি প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস আদের। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস আদের এই প্রস্তাব দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রসচিব এম শহীদুল হক এসব তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদাপেস্টে পানি শীর্ষ সম্মেলন ২০১৬তে অংশ নিতে চার দিনের দ্বিপক্ষীয় সফরে এখন হাঙ্গেরির রাজধানীতে অবস্থান করছেন। মৎস্যচাষ (পিসিকালচার) এবং জলজ উদ্ভিদ ও জীবজন্তুর বংশ বিস্তারের (একুয়াকালচার) ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবেন বলে অঙ্গীকার করেছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট। পানি পরিশোধন ও বন্যা আক্রান্ত এলাকায়ও বাংলাদেশকে সহায়তা করতে চায় দেশটি। পররাষ্ট্র সচিব বলেন, পানি সমস্যা নিয়ে হাঙ্গেরির প্রেসিডেন্ট সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের ভবিষ্যৎ, দুর্যোগ এবং পানি সম্পদ ব্যবস্থাপনার মতো অন্যান্য বিষয় সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন

সর্বশেষ