বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদটপহিলারির ই-মেইল ব্যবহারে অপরাধের প্রমাণ মেলেনি: এফবিআই

হিলারির ই-মেইল ব্যবহারে অপরাধের প্রমাণ মেলেনি: এফবিআই

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ব্যবহার নিয়ে জল ঘোলা তো কম হয়নি। নির্ব‍াচনের ঠিক আগ মুহূর্তে বিষয়টি নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, এমন সময় মার্কিন গোয়ন্দা সংস্থা এফবিআই বলছে, ‘হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ব্যবহারে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। ০৭ নভেম্বর বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এমন খবর জানায়। স্থানীয় সময় রোববার এফবিআই প্রধান জেমস কোমি বলেন, তার সংস্থা বিষয়টি পুনতদন্ত করে এ বিষয়ে ভীতিকর কোনো তথ্য পায়নি। গত ৮ অক্টোবর হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ফের নতুন করে তদন্তের নির্দেশ দেন এফবিআই পরিচালক জেমস কোমি। সেই নির্দেশে পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে এমন কথা জানালেন এফবিআই প্রধান।

আগামী ৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে অবশ্য ই-মেইল বিতর্কের সুরাহার জন্য হিলারি ক্লিনটন বার-বার দাবি জানিয়ে আসছিলেন। নির্বাচনের আগে তার বিরুদ্ধে এমন অভিযোগের জন্য এফবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেন হিলারিসহ ডেমোক্র্যাট সিনেটররা। এফবিআই অভিযোগ করেছিলো, ‘ফেডারেলের আইন ভঙ্গ করে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করে ২০০৯-১৩ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ক্লিনটন বেশ কিছু রাষ্ট্রীয় গোপন তথ্য আদান-প্রদান করেছেন। যা অপরাধমূলক কাজ। এবার খোদ এফবিআই প্রধান জেমস কোমির বক্তব্যে মনে হচ্ছে, আপাতত এ যাত্রায় হিলারির ই-মেইল বিতর্কের অবসান ঘটছে। এর আগে ২০১৫ সালে প্রথম হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল চালাচালির বিষয়টি ফাঁস হয়। ওই সময়ও এফবিআই তদন্ত করে তার বিরুদ্ধে গুরুতর কিছু খুঁজে পায়নি।

আরও পড়ুন

সর্বশেষ