শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়স্মার্টকার্ডের ডাটা ব্যবহার করে কেউ যেন কোনো অপরাধ ঘটাতে না পারেন

স্মার্টকার্ডের ডাটা ব্যবহার করে কেউ যেন কোনো অপরাধ ঘটাতে না পারেন

উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্টকার্ডের ডাটার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেন এর কোনো অপব্যবহার না হয়। ০২ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আশা করছি এটি নকল করা সম্ভব হবে না। এই উন্নত কার্ডই সব রকম সেবা দেবে। ঘরে বসেই এখন অনেক কিছু করা সম্ভব, যার সহায়ক হবে এই স্মার্টকার্ড। স্মার্টকার্ড বিতরণ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব, এটি প্রমাণিত হলো। আমরা সবাইকে এই কার্ড দিতে পারছি। এটি জাতি হিসেবে ‍আমাদের আরও উন্নত করবে। তিনি বলেন, অনেক প্রযুক্তি আছে, সেসব প্রযুক্তি কাজে লাগিয়ে এই কার্ডের ডাটার নিরাপত্তা জোরদার করতে হবে। কেউ যেন ডাটা ব্যবহার করে কোনো অপরাধ ঘটাতে না পারেন, সতর্ক থাকতে হবে এটি নিয়ে।

আরও পড়ুন

সর্বশেষ