শিকলবাহা ইউনিয়ন পরিষদে গত শনিবার এনজিও বর্ণালী চট্টগ্রাম এর সৌজন্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন এলাকাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাকে সুযোগ দেয়া হলে আমি আনোয়ারা পশ্চিম পটিয়ার চেহারা পাল্টে দেব। তিনি বলেন– প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার কারণে বিশ্বব্যাপী আলোচিত তার সুবাদে দেশব্যাপী প্রতিবন্ধীদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন আনোয়ারা–পশ্চিম পটিয়ায় প্রতিবন্ধীদের জন্য চালু করা হবে কর্মসংস্থান কেন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহাহউদ্দিন খালেক শাহজী, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মোজাম্মেল হক, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ ইসলাম আহমেদ, সহ–সভাপতি রফিক আহমদ, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বকুল, বর্ণালীর নির্বাহী পরিচালক সালাউদ্দিন কবির সুমন, কর্ণফুলী থানা যুবলীগ আহ্বায়ক দিদারুল ইসলাম, দক্ষিণ জেলা যুবলীগের সহ–সভাপতি বড়উঠান ইউ/পি চেয়ারম্যান দিদারুল আলম, থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোলায়মান তালুকদার, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, সাংসদের একান্ত সচিব ইমরান হোসেন বাবু, ছাত্রলীগ নেতা মো. মুসা, শহীদুল্লাহ, রানা, আজাদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বর্ণালীর সভাপতি সরোজ কান্তি দাশ, অনুষ্ঠান পরিচালনা করেন এনজিও কর্মকর্তা নুরুল আবসার তালুকদার। প্রেস বিজ্ঞপ্তি।
আনোয়ারা পশ্চিম পটিয়ায় প্রতিবন্ধী কর্মসংস্থান কেন্দ্র চালু করা হবে- সাংসদ জাবেদ
