শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদজাতীয়সংসদ বসছে বুধবার, বাজেট বৃহস্পতিবার

সংসদ বসছে বুধবার, বাজেট বৃহস্পতিবার

দশম জাতীয় সংসদের একাদশতম ও তৃতীয় বাজেট অধিবেশন বসছে বুধবার। দেশের ইতিহাসে এটি ৪৫তম বাজেট অধিবেশন। ০১ জুন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। এদিন বিকেল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের সময়সূচি নির্ধারিত হবে। অধিবেশন শুরুর একদিন পর অর্থাৎ ২ জুন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করবেন। এটি হচ্ছে বাংলাদেশের ৪৫তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৭তম। আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের দশম বাজেট। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতই প্রথম অর্থমন্ত্রী যিনি ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত একনাগারে আটটি বাজেট পেশ করছেন। অবশ্য তিনি ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরে আরো দুটি বাজেট পেশ করেছিলেন।

এবারের বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শেষে তা পাস হবে। তাই বাজেট অধিবেশন অতীতের মতোই দীর্ঘ হতে পারে। সেক্ষেত্রে পুরো জুন মাস জুড়েই চলবে বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল রয়েছে যা কিছুদিন আগে শেষ হওয়া দশম অধিবেশনে কার্য তালিকায় ওঠানো হয়। গত ১৫ মে রোববার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজেট অধিবেশন আহ্বান করেন। এর আগে গত ৫ মে দশম জাতীয় সংসদের দশম অধিবেশন শেষ হয়। দশম অধিবেশন ছিল অনেকটা নিয়ম রক্ষার অধিবেশন।

বাজেট অধিবেশনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে বিশেষ কার্ড দেওয়া হয়েছে। এমনকি পুরো সংসদ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে বাজেট অধিবেশনকে ঘিরে।

আরও পড়ুন

সর্বশেষ