শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদরাজনীতিমেয়র মান্নানের বরখাস্ত। হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ

মেয়র মান্নানের বরখাস্ত। হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। কার্যকারিতা ছয়মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। গত সোমবার মেয়ন মান্নানের এক রিট আবেদনের প্রেক্ষিতে তার সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের স্থগিত করে দেয় হাইকোর্ট।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে যায় রাস্ট্রপক্ষ। আজ আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং মেয়র মান্নানের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন।  শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ। গত বছর একটি নাশকতার মামলায় আদালত অভিযোগ পত্র দাখিলের পর মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ আদেশ চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন।

আরও পড়ুন

সর্বশেষ