সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এর সাথে কর্পোরেট চুক্তি করলো আইটি কনসালটেন্স ও ই-ক্যাশ...

ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এর সাথে কর্পোরেট চুক্তি করলো আইটি কনসালটেন্স ও ই-ক্যাশ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর সাথে কো-ব্র্যান্ডেড প্রি-পেইড কার্ড  চুক্তি স্বাক্ষর করল ই-ক্যাশ লি: ও আইটি কনসালটেন্স লি:। এই চুক্তির আওতায় গ্রাহকগণ খুব সহজেই অনলাইনে ক্রয়, এটিএম সুবিধা, পস সুবিধা, দেশি- বিদেশী রেমিটেন্স গ্রহণ, প্রদান, টাকা গ্রহণ ও প্রদান ইত্যাদি করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী, ই-ক্যাশ লি: এর চেয়ারম্যান জুবায়ের এইচ খন্দকার, আইটি কনসালন্টেস্ লি: এর ব্যবস্থাপনা পরিচালক কাজী সাইফুদ্দিন মুনির স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এসময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, আইসিটি বিভাগের প্রধান তাহের আহমেদ চৌধুরী, মার্কেটিং এন্ড ডেভলপমেন্ট ডিভিশনের প্রধান আজম খান, ফিন্যান্স এন্ড একাউন্টস্ ডিভিশনের প্রধান মো: আশরাফুল হক এফসিএ, ই-ক্যাশ লি: এর ব্যবস্থাপনা পরিচালক সেহনাজ সামস্, আইটি কনসালন্টেস্ লি: এর পরিচালক, বিজনেস ওসমান হায়দার সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সর্বশেষ