সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদআরো খবর......বিজয়নগরে ছিনতাইকারীকে গণধোলাই

বিজয়নগরে ছিনতাইকারীকে গণধোলাই

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

রাজধানীর বিজয়নগরে গতকাল সন্ধ্যায় ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে বাবুল নামের এক যুবক। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টাকা পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে সোহাগ নামের এক লঞ্চ ব্যবসায়ী তার রামপুরা বাসা থেকে রিকশায় সদরঘাটে যাচ্ছিলেন। বিজয়নগরে তিন ছিনতাইকারী রিকশার গতিরোধ করো অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীর প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেয়। অপর এক ছিনতাইকারী ব্যবসায়ীর জামার বুক পকেট থেকে আরও ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার সময় ব্যবসায়ী সোহাগ ছিনতাইকারী বলে চিত্কার করেন। এ সময় পথচারীরা ছিনতাইকারীদের ধাওয়া দেন। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও ৫০ হাজার টাকাসহ স্থানীয়দের হাতে ধরা পড়ে ছিনতাইকারী বাবুল। এ সময় তাকে গণধোলাই দেওয়া শুরু করলে টহল পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। টহল পুলিশের সদস্য উপপরিদর্শক ফেরদৌস আহম্মেদ জানান, বাবুল ধলপুরের ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। এ ব্যাপারে ব্যবসায়ী কোনো অভিযোগ না করায় থানায় মামলা হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ