রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনজামায়াত নেতা শামসুল জামিনে মুক্ত

জামায়াত নেতা শামসুল জামিনে মুক্ত

গ্রেফতারের দুই বছর পর জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ মাওলানা আ ন ম শামসুল ইসলাম।  এর আগে আরও তিনবার জামিনে মুক্তির পর তাকে জেলগেটে আটক করা হয়েছিল।  কিন্তু এবার উচ্চ আদালতের নির্দেশনা থাকায় কোন বাধা ছাড়াই মুক্ত হয়েছেন শামসুল। ২৪ মার্চ সকাল ১১টা ২৫ মিনিটে আ ন ম শামসুল ইসলাম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন ‍কারারক্ষী সিরাজুল ইসলাম। কারা কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, আটকের পর শামসুল ইসলামকে ১৬টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল।  সব মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। সর্বশেষ কোতয়ালি থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় (২০ (১২) ১৩) চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।  তবে মঙ্গলবার হাইকোর্টের আদেশ দাখিলের পর ওই আদালত পরোয়ানা প্রত্যাহার করে নেন।  বুধবার এ সংক্রান্ত আদেশ কারাগারে পৌঁছায়।  হাইকোর্ট আ ন ম শামসুল ইসলামকে গ্রেফতার না করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।  জামিনে মুক্তির পর আ ন ম শামসুল ইসলাম মোটর সাইকেলে চড়ে কারাগারের সামনে থেকে চলে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ২০১৪ সালের ১২ মে নগরীর দেওয়ান বাজারে নগর জামায়াতের কার্যালয়ে বৈঠক থেকে আ ন ম শামসুল ইসলামকে আটক করেছিল পুলিশ। জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম জেলার সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে নির্বাচিত সাবেক সাংসদ।

আরও পড়ুন

সর্বশেষ