শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েগাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

গাজীপুরের টঙ্গীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সদস্যদের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, এ সময় তাদেরও দুই সদস্য আহত হয়েছেন। র‍্যাবের পক্ষ থেকে  মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এই তথ্য জানানো হয়। র‍্যাবের ভাষ্য, নিহত ব্যক্তির নাম জুয়েল। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গীর নৌবন্দর এলাকায় জুয়েল অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১-এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় জুয়েল র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যান জুয়েল। এ সময় র‍্যাব-১-এর সদস্য এসআই মাহবুবুর রহমান (৫২) ও সিপাহি মো. জসিম উদ্দিন (৩০) আহত হন। তাদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, নিহত জুয়েলের বিরুদ্ধে দুটি হত্যা, দুটি অস্ত্র মামলা ও নারী নির্যাতনের মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, একটি গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার সকালে টঙ্গীর নদীবন্দর এলাকা থেকে জুয়েলের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি এখন থানায় রয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন

সর্বশেষ