রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগচট্টগ্রামে ব্যবসা-বাণিজ্য বাড়লে আমি খুশি কারণ চট্টগ্রাম আমার দ্বিতীয় বাড়ি

চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্য বাড়লে আমি খুশি কারণ চট্টগ্রাম আমার দ্বিতীয় বাড়ি

দেশের একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মিত হয়েছে বাণিজ্য নগরী চট্টগ্রামে। এটিসহ চট্টগ্রামের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে শনিবার চট্টগ্রাম আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নবম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান শেষে সড়ক পথে কুয়াইশে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে পাঁচ হাজার কোটি টাকার এক গুচ্ছ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। ৩০ জানুয়ারি বিকেল সোয়া ৪টায় নগরীর অনন্যা আবাসিক ও কুয়াইশের সংযোগ সড়কে স্থাপিত মঞ্চ থেকে সুইচ টিপে এসব প্রকল্প উদ্বোধন করেন। সেখান থেকে সড়ক পথে বিকেল পাঁচটায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ফলক উন্মোচন করে সুধী সমাবেশ অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরে চট্টগ্রামের প্রতি আন্তরিকতার বিষয়টি তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর হৃদয়গ্রাহী বক্তব্যে মুগ্ধ হয়েছেন উপস্থিত শ্রোতারা।

চট্টগ্রামের উন্নয়ন হলে খুশি হন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রামের উন্নয়ন হলে আমি খুশি, কারণ এই বন্দর নগরী চট্টগ্রাম আমার দ্বিতীয় বাড়ি। ছোটকালের অনেক স্মৃতি এই চট্টগ্রাম জুড়ে।  শনিবার বিকেলে নগরীর আগ্রাবাদে দেশের একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন ও চট্টগ্রাম চেম্বারের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখানে দেশের একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হয়েছে। তাই চট্টগ্রাম ব্যবসা-বাণিজ্যের প্রধান কেন্দ্র হয়ে উঠবে। এখানে ব্যবসা-বাণিজ্য বাড়লে আমি খুশি কারণ চট্টগ্রাম আমার দ্বিতীয় বাড়ি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ