রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনইয়াবা রেখে ফাঁসানোর চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ এসআই'র বিরুদ্ধে শাস্তির সুপারিশ

ইয়াবা রেখে ফাঁসানোর চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ এসআই’র বিরুদ্ধে শাস্তির সুপারিশ

এসএ পরিবহন কাউন্টারে ইয়াবা রেখে ওই প্রতিষ্ঠানকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ৩ উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই সুপারিশ করেন। অভিযুক্ত ৩ এসআই হলেন- সিআইডির এসআই শেখ সজীব ও জুয়েল সরকার এবং নগর পুলিশের এসআই শাহাদাত হোসেন। তাদের মধ্যে শাহাদাতের বিরুদ্ধে সরাসরি বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ এবং অপর দুই এসআইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। সিএমপি সূত্রে জানায়, গত বছরের ২২ অক্টোবর নগরীর কাজীর দেউড়িস্থ এসএ পরিবহন কাউন্টারে কোতয়ালি থানা এবং ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি সাউন্ট বক্সের ভেতর থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে প্রমাণিত হয় ইয়াবা উদ্ধারের ঘটনাটি অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের সাজানো। মূলত আসামিদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়ার জন্যই তারা এ ঘটনা ঘটান। সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনা তদন্ত করে অভিযানকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের (তিন এসআইকে) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে একজন অফিসার যেহেতেু সিএমপির। অর্থাৎ আমার অধীনে তাই তার বিরুদ্ধে সরাসরি বিভাগীয় মামলার নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ