রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদটপআসছেন বিপাশা

আসছেন বিপাশা

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিতের পথে হাঁটা শুরু করছেন বিপাশা বসু। রুপালি পর্দার বলয় ভেঙে এবার ছোটপর্দায় মুখ দেখাচ্ছেন তিনি। আমেরিকার জনপ্রিয় রিয়েলিটি শো অ্যামেরিকাস নেস্ট টপ মডেলের অনুকরণে তৈরি অনুষ্ঠানের সঞ্চালক হবেন এই বঙ্গকন্যা। শুধু তাই নয়, মডেলদের গ্রুম করার দায়িত্বও থাকছে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর কাঁধে। ব্যক্তিগত জীবনে হারানো প্রেমের বিরহ এখনও পিছু ছাড়েনি, তার ওপর হাতে ছবির সংখ্যা অতি নগণ্য। হলিউডি ছবি সিঙ্গুলারিটি এবং নিজের ফিটনেস ফান্ডা ছাড়া তেমন কোনো ব্যস্ততা নেই। হয়তো তাই টেলিভিশন কর্তৃপক্ষের এই প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন বলিউডের কালি বিল্লি। তাছাড়া নিজেও এক সময় টপ মডেল ছিলেন,  আগামী মডেলদের সঙ্গে সময় কাটানোর সুযোগ ছাড়তে চান না বিপাশা। কর্তৃপক্ষ আশা করছেন, প্রতিযোগীরা অনেক গুরুত্বপূর্ণ টিপস পাবেন ফিটনেস সচেতন এই সুপার মডেল এবং অভিনেত্রীর কাছ থেকে।

আরও পড়ুন

সর্বশেষ