বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
বাংলাদেশের নাট্যজগতে সংগীতশিল্পীদের আনাগোনা বেড়েই চলেছে! এক এক করে অনেক কণ্ঠশিল্পীকেই নাটকে অভিনয় করতে দেখা গেছে। আর তারই ধারাবাহিকতায় এবার ক্লোজআপ ওয়ান সংগীতশিল্পী মেহরাব ঈদের জন্য নির্মিত একটি নাটকে তিশার সাথে জুটি হয়ে অভিনয় করলেন।
পার্থ সরকার পরিচালিত ঈদের বিশেষ টেলিফিল্ম ‘স্বপ্ন স্বপ্ন খেলা’তে অভিনয় করলেন মেহরাব। টেলিফিল্মটির চিত্রনাট্য লিখেছেন দাউদ হোসাইন রনি। প্রযোজনা করেছে সিনেমাস্কোপ।
অভিনয় করতে কেমন লেগেছে জানতে চাইলে মেহরাব বলেন, “প্রথমে খুবই ভয় পেয়েছিলাম। শুটিংয়ের আগের রাতে ঘুমাতে পারিনি। সারা রাত ছটফট করেছি। কিন্তু শুটিং করতে গিয়ে দেখলাম বেশ মজা।
পরিচালক পার্থ সরকার আমাকে দিয়ে অভিনয় করিয়ে নিয়েছেন। আর তিশা আমার সহশিল্পী শুনে আরও বেশি ভয় পেয়েছিলাম। উনি অনেক বড় তারকা। ভাবলাম আমার মতো নতুনকে উনি কিভাবে নেন। কিন্তু তিশা প্রচণ্ড সহযোগিতা করেছেন। আমি রীতিমত মুগ্ধ।”
পরিচালক পার্থ সরকার বললেন, “টেলিফিল্মে মেহরাব সংগীতশিল্পী হিসেবেই অভিনয় করেছেন। প্রথম কাজ হিসেবে অনেক ভালো করেছে। নিয়মিত কাজ করলে আরো ভালো করতে পারবে।”
জানা গেছে, দুই দিন শুটিং হয়ে গেলেও টেলিফিল্মটির অধিকাংশ কাজ এখনও বাকী আছে। আসছে ঈদে এটি এস এ টিভিতে প্রচারিত হবে।