চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
নগরীর আকরর শাহ থানার পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশু ইমনকে উদ্ধার করেছে র্যাব। সেই সঙ্গে দুই অপহরক মামুন (২৪) ও গোলজারকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুর একটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ -এর লেফটেন্যান্ট কমান্ডার নুরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের একটি দল ও র্যাব-৭ এর একটি দল যৌথ অভিযান চালিয়ে পাহাড়তলী এলাকা থেকে দুই অপহরককে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় অপহৃত শিশু ইমনকে।
তিনি আরো জানান, গত ২০ জুন ঢাকার যাত্রাবাড়ী থেকে সাত বছরের শিশু ইমনকে বাসা থেকে অপহরণ করে মামুন ও গোলজার। অপহৃতের পরিবারের কাছে ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ ঘটনা অপহৃতের পরিবার র্যাবকে জানালে র্যাব চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
শিশু ইমনের পিতা ঢাকার একটি গার্মেন্টেসে এবং মা ওমানে চাকরি করেন।
এদিকে, উদ্ধার অভিযান নিয়ে র্যাব-৭ এ কার্যালয়ে বিকেলে তিনটায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাব কর্মকর্তা নুরুজ্জামান।