বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রচ্ছদজাতীয় ২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর

২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর

সারাদেশের ২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর, বুধবার (চলতি বছর)। মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ সংবাদ সম্মেলন করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।  নির্বাচনে ভোটকেন্দ্র ধরা হয়েছে ৫৮৪টি। পুরুষ ভোটার সংখ্যা ৩৫ লাখ ৮৬ হাজার, নারী ৩৪ লাখ ৭৬ হাজার। মেয়র পদ ২৩৪টি, সংরক্ষিত ৭৩৮ এবং সাধারণ পদ ২ হাজার ৯০১টি। মনোনয়নপত্র সংগ্রহ ০৩ ডিসেম্বর, যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর, প্রত্যাহার ১৩ ডিসেম্বর। জানা যায়, সোমবার রাতেই মনোনয়নপত্র ছাপানো শুরু হয়েছে। বিজিপ্রেস থেকে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশনাও দেওয়া হয়েছে, এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে পেয়ে গেছেন জেলা নির্বাচন কর্মকর্তারা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় এ নির্বাচন হচ্ছে। মেয়র পদে দলীয় প্রতীকে ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচন সবচেয়ে কম সময়ের মধ্যে সম্পন্ন করতে চাচ্ছে ইসি। তিনটি পদের জন্য তিন রঙের ব্যালট পেপার থাকবে। মেয়র পদে নিবন্ধিত ৪০ দলই দলীয়ভাবে অংশ নিতে সুযোগ পাবে। তবে প্রার্থী মনোনয়নকারীর নাম তফসিলের ৫ দিনের মধ্যে জানাতে বিধান করা হয়েছে। অন্যদিকে, স্বতন্ত্রপ্রার্থীর ১০০ ভোটারের সমর্থন প্রয়োজন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ