বুধবার, মে ৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসরকার ও দেশের বিচার বিভাগের প্রতি গিকা চৌধুরীর বিষোদগার

সরকার ও দেশের বিচার বিভাগের প্রতি গিকা চৌধুরীর বিষোদগার

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় টর্চার সেল হিসেবে ব্যবহৃত গুডস হিলে বসেই সরকার ও দেশের বিচার বিভাগের প্রতি বিষোদগার করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের (গিকা) চৌধুরী। রোববার সন্ধ্যা সাতটায় ‘মৃত্যুর আগে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী পরিবারকে কী বলে গেছেন তা জানাতে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতে গিকা চৌধুরী বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীকে শহীদ বলবো না মরহুম সম্বোধন করবো আমি জানি না। তিনি বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী জেলার ও পরিবারের সদস্যদের বলেছিলেন তার মরদেহ যেন রাঙ্গুনিয়ায় দাফনের ব্যবস্থা করা হয়। কিন্তু সেই ইচ্ছে পূরণ করা হয়নি। তিনি বলেন, ট্রাইব্যুনালের ফাঁসির রায় ও তা কার্যকর নিয়ে মানুষের মনে এখন অনেক কৌতূহল, অনেক জিজ্ঞাসা এবং অনেক বিতর্ক ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন-কেন বর্তমান সরকার এত তৎপর? সংবাদ সম্মেলনে সাকা চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী, মেয়ে ফারজিন কাদের চৌধুরী, পুত্রবধূ দানিয়া খন্দকার, ছোট ভাই জামালউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সদস্য মোস্তফা কামাল পাশা প্রমুখ।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘বাবা আমাদের শেষবার বলে দিয়েছেন সরকার কত নাটক করবে, কত কাগজ আবিষ্কার করবে তোমরা দেখবে। নইলে হোম মিনিস্টার কেন বলবেন, এটা টপ সিক্রেট! হোম মিনিস্টার, ল মিনিস্টার, প্রেসিডেন্ট আবেদন পাওয়ার পর সেই আবেদন টপ সিক্রেট হয়ে গেছে। কত লুকোচুরি আপনারা দেখেছেন। তিনিও অভিযোগ করেন, তার বাবার শেষ ইচ্ছে ছিল রাঙ্গুনিয়ায় কবর দেওয়া। এ শেষ ইচ্ছে সরকার পূরণ করতে দিল না। রাউজানে মরদেহ বুঝিয়ে দিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ