রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদআরো খবর......ড. জহিরের জানাজা অনুষ্ঠিত

ড. জহিরের জানাজা অনুষ্ঠিত

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

সংবিধান ও কোম্পানি আইন বিশেষজ্ঞ বিশিষ্ট আইনজীবী ড. এম জহিরের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে সুপ্রিম কোর্ট চত্বরে অনুষ্ঠিত ড. জহিরের জানাজায় অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ।
এর আগে বেলা ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে ব্যাংকক থেকে ঢাকা পৌঁছায় ড. জহিরের মরদেহ। পরে দুপুর দেড়টার দিকে তার মরদেহ সুপ্রিম কোর্টে নেয়া হয়।
প্রয়াত আইনজীবীর একমাত্র ছেলে শামস মনির এসময় তার বাবার আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন।

জানাজায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল মতিন খসরু, সাবেক প্রধান বিচারপতি তোফাজ্জাল ইসলাম, বিচারপতি ফজলুল করিম, বিচারপতি এবিএম খাইরুল হক, বিচারপতি এসকে সিনহা, আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার আমির উল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভকেট ইউসুফ হোসেন হুমায়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অ্যাডভকেট নওয়াব আলী, আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

জানাজা শেষে এ আইনজীবীর মরদেহ ধানমণ্ডির বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে লাশ বনানীর কবরস্থানে দাফন করার কখা রয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় ড. এম জহির ( ৭৪) মারা যান। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

ড. এম জহির অস্থিমজ্জার ক্যান্সারে ভুগছিলেন। গত ২৭ জুন তাকে ঢাকা থেকে ব্যাংকক নেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ